হামলা করতে কমান্ডারদের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন পুতিন: যুক্তরাষ্ট্রের দাবি

0
201

খবর৭১ঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ সেনা কমান্ডারদের ইউক্রেনে হামলার করার জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কিভাবে আক্রমণ করা হবে সে বিষয়ে কমান্ডাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।
সিবিএস নিউজ আরও জানিয়েছে, প্রথমে সাইবার আক্রমণ চালানো হবে। এরপর চালানো হবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। সর্বশেষ সীমান্তে অবস্থান নেওয়া সৈন্যরা যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালাবেন।

গণমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার ৭৫ ভাগ সেনা এখন ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছেন। প্রতিপক্ষের ওপর হামলা করা যাবে এমন দূরত্বে আছেন তারা। ইউক্রেনের দিকে এমনভাবে রাশিয়ার সেনাদের অবস্থান নেওয়ার বিষয়টি খুবই বিরল।

এদিকে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য বানানো হবে না যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে এ নিশ্চয়তা চেয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারা এ দাবি মানবে না এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে হামলা করার জন্য সেনাদের সীমান্তে জড়ো করেছেন পুতিন।

রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here