রুহানির সঙ্গে কোনো বৈঠক করবেন না ট্রাম্প

0
279

খবর৭১:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কোনো বৈঠক করবেন না। তবে তিনি ভবিষ্যতে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যাওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানিরা তাদের ‘কথার সুর না পাল্টানো’ পর্যন্ত তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন না।

জাতিসংঘ সম্মেলনে ট্রাম্প এবং রুহানি দুইজনই অংশ নিচ্ছেন।

ট্রাম্প বলেন, তেহরান খুব বাজে আচরণ করেছে। আমরা ইরানের সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক গড়ার অপেক্ষায় আছি। কিন্তু সেটি এখন হবে না।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here