বিদায় ঘণ্টা বাজছে আর্জেন্টিনার

0
407

খবর ৭১ঃ নোভগোরাদে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে রেবিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৮০ মিনিটে স্কোরলাইন ২-০ করেন লুকা মডরিচ। ৯০ মিনিটে যোগ করা সময়ে রাকিতিচের গোলে ক্রোয়েশিয়া জিতল ৩-০ ব্যবধানে।

উইলি কাবায়েরো এটা কী করলেন! ডাগ আউটে বিমর্ষ হোর্হে সাম্পাওলি, ভিআইপি গ্যালারিতে বসা হতবাক ডিয়েগো ম্যারাডোনা, নির্বাক নিযুত-কোটি আকাশি-নীল সমর্থকেরা। আন্তে রেবিচ সামনে দাঁড়িয়ে অথচ শিক্ষানবিশের মতো বল পাস করতে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবায়েরো। এই ভুল ক্ষমার নয়, চড়া মূল্য দিতে হলো আর্জেন্টিনাকে।

৫৩ মিনিটে রেবিচের গোলে এগিয়ে যাওয়া ক্রোয়েশিয়া আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে আবারও চেপে ধরল। ৮০ মিনিটে মডরিচের দুর্দান্ত ফিনিশিং কার্যত সব আশা কেড়ে নিল আর্জেন্টিনার। ৯০ মিনিটের যোগ করা সময়ে কফিনে শেষ পেরেকটা পুতে দিলেন ইভান রাকিতিচ!

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন এমনকি পরে পাওলো দিবালাকেও নামালেন সাম্পাওলি। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও ক্রোয়েশিয়ার জাল বল পাঠাতে পারেনি আর্জেন্টিনা। পারবে কীভাবে? বলটা তো আসতে হবে মিডফিল্ড থেকে। মিডফিল্ড বল সরাবরাহ করতে পারেনি, সঙ্গে অতি দুর্বল রক্ষণ—ছন্নছাড়া আর্জেন্টিনা ম্যাচ জিতবে কী, একটার পর একটা গোল খেতেই থাকল! আর এতে রাশিয়া বিশ্বকাপের বিদায় ঘণ্টা বেজে গেল গতবারের রানার্স আপদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here