আহত ব্যবসায়ীর মৃত্যু; হত্যা মামলা দায়ের

0
227

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনের আহত ব্যবসায়ী হেকিম মিয়া(৫৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছাঃ মাজু আক্তার বাদী হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত হেকিম মিয়া পৌরসভার চকপাড়ার মৃত মহিম উদ্দিনের ছেলে ও শ্রমিক নেতা হাবিবুরের চাচা।

মঙ্গলবার মদন-কেন্দুয়া সড়কের দেওয়ান বাজার রোডে শ্রমিক নেতা হাবিবুরের ভাই সাবেক ছাত্রলীগ নেতা শরীফকে মদন উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি লিটন বাঙালী ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সময় তার চাচা দেওয়ান বাজারের বাঁশ ব্যবসায়ী হেকিম মিয়া কিল,ঘুষি,লাথিতে আহত হলে পরিবারের লোকজন মদন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

হেকিমের মৃত্যুর সংবাদ এলাকার ছড়িয়ে পড়লে হত্যা না স্টোক তা নিয়ে লোকমুখে নানা সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যাক্তি জানান, হামলার সময় হেকিম ঘটনাস্থলে ছিলো না। পরে তার ভাতিজা শরীফকে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দেখে অজ্ঞান হয়ে যায়।
মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, হেকিম মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ মাজু আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশের ময়নাতদন্ত চলছে। তবে এজাহারে উল্লেখ কিল,ঘুষি,লাথিতে তার মৃত্যুর বিষয়টি ময়মনসিংহ হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here