বাহরাইন সরকারের নতুন নির্দেশনা, বিনোদন কেন্দ্র, পার্ক, সুইমিংপুল, রেস্তোঁরার জন্য

0
4203

খবর ৭১: ঈদুল ফিতরের ছুটিতে ইনডোর বিনোদন কেন্দ্রগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাহরাইনের করোনাভাইরাস মোকাবিলার জন্য জাতীয় মেডিকেল টাস্কফোর্স। তাছাড়া বাহরাইনে আবারও করোনা ভাইরাস মোকাবেলার জন্য পূর্বের সকল বিধি নিষেধ পূণরায় চালু করার জন্য বলেছে করোনাভাইরাস মোকাবিলার জন্য জাতীয় মেডিকেল টাস্কফোর্স। ঈদুল ফিতরের ছুটির প্রথম দিন থেকেই বাহরা্ইনের নাগরিক, প্রবাসী এবং বাহরাইনে যারা প্রবেশ করবে এই বিধি নিষেধ কার্যকর করার জন্য বলা হয়েছে। শুক্রবার এই সিদ্বান্তের কথা জানানো হয়েছে। এখন  সরকারী কার্যনির্বাহী কমিটির অনুমোদনের পরেই বিধি নিষেধ কার্যকর করা হবে।

করোনার টিকা এবং করোনার আক্রান্ত সম্পর্কে তথ্যের জন্য  বাহরাইনে  নাগরিক এবং সকল প্রবাসীদের “BeAware Bahrain” মোবাইল অ্যাপ্লিকেশনে নিবন্ধন বা ডাউনলোড করতে হবে। যারা করোনার টিকা নিয়েছে তাদের অ্যাপ্লিকেশনটি সবুজ হয়ে থাকবে। তাছাড়া যারা প্রবেশ করবে তাদের অবশ্যয় টিকা নেয়ার প্রমাণ সাথে রাখতে হবে এবং করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক দেখাতে হবে। টাস্কফোর্স আরও জানিয়েছে যে ১২ বছরের কম বয়সীরা ইনডোর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবে। তাছাড়া যারা টিকা নিয়েছে এবং করোনা থেকে মুক্ত হয়েছেন তারাও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর ইনডোর  ইভেন্টে অংশ গ্রহণ করতে পারবে। যারা টিকা নেয়নি এবং করোনা থেকে মুক্ত হয়নি তারা কোনভাবেই ইনডোর ইভেন্টে প্রবেশ করতে পারবে না। ইনডোরের যে সকল সেবা নিতে পারবে-

রেস্তোঁরা ও ক্যাফেতে খাবার গ্রহণ,অভ্যন্তরীণ জিমনেসিয়াম, ইনডোর সুইমিং পুল, সিনেমা,স্পা, ইনডোর‌ বিনোদন এবং গেম কেন্দ্রগুলিতে সেবা নিতে পারবে। টাস্কফোর্স জানিয়েছে যে, সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলি অবশ্যয় সকলকে মানতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here