শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল ফিতর

0
276

শেরপুর থেকে আবু হানিফ : শেরপুরের ৭টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আগাম ঈদুল ফিতর পালিত হচ্ছে।

গ্রামগুলো হলো শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

১৫ জুন শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে মুসল্লী সংখ্যা প্রায় ৭০-৮০ জন করে ছিল। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here