ফিরলেন নেইমার, জিতল ব্রাজিল

0
327

খবর৭১: অবশেষে মাঠে নামলেন নেইমার। নেমেই জ্বলে উঠলেন। নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন। তার অনন্য নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

জয় পেলেও রোববার লিভারপুলের অ্যানফিল্ডে প্রথমার্ধে স্বরূপে দেখা যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বরং একের পর এক আক্রমণে তাদের নাজেহাল করে ছাড়ে ক্রোয়েশিয়া। তবে গোলমুখ খুলতে পারেননি ক্রোয়াটরা। এতে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নানদিনহোকে তুলে নেইমারকে নামান কোচ তিতে। আর ৬০ মিনিটে গাব্রিয়েল জেসুসের বদলে নামান রবার্তো ফিরমিনোকে। এতে খেলার চিত্রপট পাল্টে যায়। মুহূর্মুহু আক্রমণে উঠে ব্রাজিলিয়ানরা।

এবার গোলের দেখাও মেলে। ৬৯ মিনিটে ফিলিপে কুতিনহোর বাড়ানো বল ধরে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার। লিড পেয়ে আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। বারবার আক্রমণে ক্রোয়েশিয়াকে ঠেসে ধরেন সেলেকাওরা। তবে আর গোলের দেখা মিলছিল না।

অবশেষে ইনজুরি টাইমে গোলের দেখা পায় ব্রাজিল। এ সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো। তাতেওছিল নেইমারের ছোঁয়া। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাম্বার দেশ।

এ ম্যাচে আক্রমণভাগ শাণিয়ে নেন তিতে। বিশ্বকাপের আগে আরও একবার শিষ্যদের পরখ করে নেয়ার সুযোগ পাবেন তিনি। বিশ্বমঞ্চে পারফরম করতে নামার আগে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এবার ফুটবলীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ‘ই’ গ্রুপে আছে ব্রাজিল। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনে নামবে হট ফেভারিটরা। এ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here