ভোলার চরফ্যাশনে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ ফাতেমা

0
342

খবর৭১ :ভোলা প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জেরে ভোলার চরফ্যাশনে স্বামীর দেয়া আগুনে পুড়ে মারাত্মক ভাবে আহত গৃহবধূ ফাতেমা বেগম এখন ভোলা সদর হাসপাতালে মৃত্যূর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার শরীরের ৪০ ভাগ পুরে যাওয়ায় স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানোর পরামর্শ দিয়েছেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফাইজুল হক।
চরফ্যাশন পৌরসভার খাসপাড়ায় বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহ নিয়ে ২ সন্তানের জননী ফাতেমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী আলাউদ্দিন তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ এনে ফাতেমার বোন নূরজাহান বেগম বাদী হয়ে, ফাতেমার স্বামী আলাউদ্দিন ও তার বাবা হাবিবুল্যাহ এবং মা আছুরা বেগমকে আসামি করে শুক্রবার চরফ্যাশন থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষনিক ভাবে স্বামী আলাউদ্দিনকে গ্রেফতার করে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here