বগুড়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ!

0
236

এম এম আতাউর রহমান (জীবন)
জয়পুরহাট,প্রতিনিধি।

আজ ১৯ মে ২০১৮ শনিবার বেলা ০২ টায় বগুড়া সাতমাথায় বিএসসি ডিগ্রি অর্জনের জন্য পর্যাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ ৬ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করে সমন্বিত ডিপ্লোমা শিক্ষার্থী আন্দোলন বগুড়া জেলা শাখা। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সমন্বিত শিক্ষার্থী আন্দোলন বগুড়া জেলার প্রধান সমন্বয়ক রাকিবুল ইসলাম । সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমন্বিত পলিটেকনিক ডিপ্লোমা শাখার বগুড়া জেলার সদস্য সচিব বিকাশ রায়, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি রাধা রানী বর্মন ও সাধারন সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন ১৯৫৫ সালে ডিপ্লোমা ইনষ্টিটিউটের যাত্রা শুরু হয় বর্তমানে দেশে ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, হেলথ, ডেন্টালসহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা শিক্ষা চালু আছে সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু এইসব শিক্ষার্থীদের জন্য আামাদের দেশে পর্যাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠন নাই । শুধুমাত্র পলিটেনিক শিক্ষার্থীদের জন্য একটি প্রতিষ্ঠান থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং অন্যান্য ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সরকারি ভাবে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই । সেই সাথে সরকারি বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান গুলোতে ক্লাসরুম , শিক্ষক, লাইব্রেরীতে বই, ল্যাব এ যন্ত্রপাতি সহ নানাবিধ সংকটে জর্জরিত এই সকল সংকট সমাধানে ৬ দফা দাবি বাস্তবায়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ন্যুনতম প্রতিটি বিভাগে একটি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান নির্মাণ করতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here