পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী করার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
245

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী করার ঘটনায় একই এলাকার ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। শনিবার স্বরণখালী গ্রামের ৭ জনকে বিবাদী করে লিখিত অভিযোগটি করেন চকচাঁদমুখ গ্রামের জিলতুলাহ গাজীর ছেলে ফকির আলী গাজী প্রাপ্ত অভিযোগে জানাগেছে, শিববাটী ব্রীজ থেকে কাঁটাখালী হয়ে কয়রা অভিমূখে স্বরণখালী সড়কে সরকারি ভাবে সড়কের দু’পাশে নারিকেলের চারা রোপন করা হয়েছে। যা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে দায়িত্বে রয়েছে পাশ্ববর্তী মাঠামের গেইট এলাকার ফকির আলী গাজী। নারিকেলের চারা ক্ষতিসাধন করা নিয়ে এলাকাবাসীর অনেকের সাথে ফকিরের বিরোধ সৃষ্টি হয়। এ ধরণের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ফকিরকে হয়রানী করতে এলাকার বিভিন্ন মহিলা ও মেয়েদের দিয়ে ফকিরের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া সহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উলেখ করা হয়েছে। এ ব্যাপারে সরেজমিন গেলে ফকির গাজীর পক্ষে-বিপক্ষে অভিমত ব্যক্ত করেন এলাকার লোকজন। এ ঘটনায় ফকির গাজী বাদি হয়ে শনিবার সকালে স্বরণখালী গ্রামের দীনেশ সরদারের স্ত্রী রেটিনা সরদার, ছেলে মুকুল সরদার ও কলেজ পড়–য়া মেয়ে সহ একই এলাকার ৭ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here