নড়াইলে আনন্দ শোভাযাত্রা স্বল্পোন্নত দেশ উত্তোরনের অভিযাত্রা উপলক্ষে

0
294
Exif_JPEG_420

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্য আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে জেলা প্রশানের উদ্যোগে নড়াইলে একটি আনন্দ শোভাযাত্রা হয়েছে। সেই সাথ নড়াইল জলা প্রশাসকর কার্যালয় নড়াইল জলা তথ্য অফিসর আয়াজন স্বল্পানত দশর স্ট্যাটাস হত বাংলাদশর উত্তারণর যাগ্যতা অর্জনর ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ একটি প্রস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ মার্চ) সকাল এ আনন্দ শোভাযাত্রা ও প্রেস ব্রিফিং এর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থীত ছিলেন নড়াইলর জলা প্রশাসক মাঃ এমদাদুল হক চধুরী, পুলিশ সুপার মাহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জলা প্রশাসকর কার্যালয়র কর্মকর্তাবদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণমাধ্যমকর্মীদর মধ্য উপস্থীত ছিলেন, নড়াইল জলা অনলাইন মিডিয়া ক্লাবর সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মাঃ হিমেল মাল্যা, সাংগঠনিক সম্পাদক আক্তার হাসন মাল্যা (বাগডাঙ্গা), দনিক ভারর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাঃ জাহাঙ্গীর হাসন শখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মাঃ হাবিবুর রহমান শাওন, বিজয় টলিভিশনর নড়াইল জলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, চ্যানল নাইন ও বাংলা নিউজ টুয়টি ফারর নড়াইল জলা প্রতিনিধি ইমরান হাসন, প্রতিদিনর কণ্ঠর বুলু দাসসহ বিভিন প্রিট ও ইলকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবদ উপস্থীত ছিলন। জেলা প্রশাসক মাঃ এমদাদুল হক চধুরী তাঁর বক্তব্য বলন, স্বল্পানত দশর ধারণাটি ১৯৬০ এর দশক প্রথম প্রবর্তিত হলও জাতিসংঘ প্রথম স্বল্পানত দেশগুলাক পৃথকভাব শ্রেণিবদ্ধ কর ১৯৭১ সাল। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনতিক স্থীতশীলতার বিভিন সূচক জাতিসংঘ নির্ধারিত সীমার মধ্য থাকা দেশগুলা স্বল্পানত দশ হিসব চিহ্নিত। কি বর্তমান আমরা নিন্ম আয়র দেশ থেকে নিন্ম মধ্য আয়র দশ উত্তরণ বাংলাদশর ঐতিহাসিক সাফল্য অর্জন করত সক্ষম হয়ছি। পুলিশ সুপার মাহাম্মদ জসিম উদ্দিন পিপিএম তাঁর বক্তব্য বলন, বাংলাদশ বর্তমান অনক উনত। যে দিকগুলি থেকে বাংলাদশ আগ পিছিয় ছিল সেদিকগুলি এখন বিলুপ্তপ্রায়। ২০২১ সালর মধ্য বাংলাদশ কাখিত উনয়ন অর্জন করত সক্ষম হব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here