খালেদা জিয়ার জামিন স্থগিত

0
295

খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন রবিবার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (১৪ মার্চ) সকালে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে দুদকের আইনজীবীরা সময় আবেদন করলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির নিয়মিত বেঞ্চ ৪ দিনের এ স্থগিতাদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে দুদক ও রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের পৃথক দুটি আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৃথক শুনানি শেষে রবিবার পর্যন্ত বেগম জিয়ার জামিন স্থগিত করেন আপিল বিভাগ।

এদিন শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন।

এদিকে খালেদা জিয়ার জামিন আদেশের কপি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে দুই বিচারপতি জামিন আদেশে স্বাক্ষর করেন। সিএমএম কোর্ট জামিন আদেশ গ্রহণের পর এর কপি কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here