সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা চলছেই, নিহত ৩৬৮

0
238

খবর৭১: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সেখানে পঞ্চম দিনের মত বিমান থেকে বোমা হামলা হয়েছে। গত রবিবার থেকে লাগাতার এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৬৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে দেড়শ শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় ২ হাজার মানুষ।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এবং সিরিয়ার যুদ্ধবিমানগুলো হাসপাতালসহ অন্যান্য বেসামরিক লক্ষ্যস্থলেও হামলা চালাচ্ছে।

এদিকে, সরকার বাহিনীর এই হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফ্রান্স। তবে সিরিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দামেস্ক জানিয়েছে, বেসামরিক নয়, তারা কেবল বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here