পাইকগাছায় কোর্ট থেকে মামলা নথি চুরির ঘটনায় ভূমি কর্মকর্তাসহ আটক-২

0
318

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে মামলা নথি চুরির অভিযোগে সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ২ জন আটক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন। পুলিশ জানিয়েছেন, পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ঋণ বিতরণের অনাদায়ী ৩ লাখ ৪১ হাজার টাকা আদায়ের জন্য ঋণ গ্রহিতা পৌরসভার বাতিখালীর বাসিন্দা সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিএম আব্দুল খালেকের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর-২৯৪/১১ মামলা দায়ের করেন। এ মামলায় দু’পক্ষের দীর্ঘ শুনানীর পর আদালতে চার্জগঠণ করে স্বাক্ষীর জন্য দিন ধার্য্য থাকে। ধার্য্য দিনে সমিতির পক্ষ থেকে হাজিরা দিলে মামলার নথি আর খুঁজে পাওয়া যায়নি। এ খবর উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গাজী জামশেদুল হক মামলার নথি উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। তিনি এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফ্রেরুয়ারিতে কথিত মোহরার পরিচয়ধারী বাতিখালির খলিলুর রহমানের যোগসাজসে অর্থের বিনিময়ে আঃ খালেক এ মামলা নথিটি চুরি করেছে মর্মে পুলিশ আঃ খালেক, তার স্ত্রী ফিরোজা বেগম ও কথিত মোহরার খলিলকে আটক করে থানা হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। পুলিশি জেরার মুখে ৫ হাজার টাকার বিনিময়ে খলিল মামলা নথিটি চুরি করে আঃ খালেকের হাতে তুলে দেন বলে ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী গণমাধ্যম কর্মীদের জানান। এ ঘটনায় ১৫ ফ্রেরুয়ারী ম্যাজিষ্ট্রেট কোর্টের বে সহকারি দীনেশ হালদার, খলিলুর রহমান, আঃ খালেক ও তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ৩১, তাং- ১৫/০২/২০১৭। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ বলেন, মামলাটি খুবই স্পর্শকাতর হওয়ায় তদন্তের স্বার্থে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় জি.আর.ও তাদেরকে থানায় ফেরত পাঠিয়েছে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here