চৌগাছার শিক্ষালয়ের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচনে অ্যাড. মনিরুল ইসলাম এমপি

0
461

চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের ”চৌগাছার শিক্ষালয়ের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিভাইন সেন্টারে জাকজমকপূর্ণভাবে এই গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। এ সময় সংসদ সদস্য বলেন পুস্তক মানুষের চিন্তা-চেতনাকে উজ্জীবিত ও শাণিত করে। তাই সভ্য সমাজ গড়তে পুস্তক পড়ার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত বিশিষ্ট লেখক আবু জাফর মোহাম্মদ ইকবল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজান কবির, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, চৌগাছা সরকারি কলেজের (প্রক্রিয়াধীন) ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, অধ্যক্ষ আবু জাফর, প্রধান শিক্ষক আজিজুর রহমান, কামাল আহমেদ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, জয়নুর রহমান, বিশিষ্ট কবি এম এ সালাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, চৌগাছার শিক্ষালয়ের ইতিহাস গ্রন্থের লেখক মাসুদ পারভেজ প্রমূখ। আলোচনা শেষে সংসদ সদস্য চৌগাছার শিক্ষালয়ের ইতিহাস গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here