মীর মশাররফ হোসেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী আজ

0
343

খবর৭১:কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ এর রচয়িতা হিসেবে সর্বাধিক পরিচিত আধুনিক বাংলা সাহিত্যের অমর দিকপাল মীর মশাররফ হোসেনের ১০৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯১ সালের এ দিনে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন শুরু কুষ্টিয়ায়, পরে ফরিদপুরের পদমদী ওকৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।

মীর মশাররফ হোসেন দীর্ঘদিন ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করেন। এ ছাড়া কিছুকাল কলকাতায়ও বসবাস করেন।

এ খ্যাতিমান লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here