গাইবান্ধায় যুব গেমস’র আনুষ্ঠানিক উদ্বোধন

0
300

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যুব গেমস্ ২০১৮ – উদ্বোধন করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদের হুইপ ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা’র সভাপতি মাহাবুব আরা বেগম গিনি এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি ও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক- পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর প্রমুখ।
রঙ্গীন বেলুন উড়িয়ে, ক্রীড়াবিদদের শপথ ও প্যারেড, অলিম্পিক মশাল দৌঁড়সহ ক্রীড়াবিদরা ডিসপ্লে প্রদর্শন করে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ যুব গেমস’র উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ‘চল যাই একসাথে আজ ঘরের বাহিরে খেলার মাঠে- খেলব সবাই নতুন জোয়ারে’ এ স্লোগান নিয়ে আয়োজিত এই যুব গেমস টানা ২৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। খেলার ৭টি ইভেন্টের মধ্যে রয়েছে, এথলেটিকস, সাঁতার, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ফুটবল প্রতিযোগিতা। জেলার ৭টি উপজেলা থেকে ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here