সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় নব-বধূসহ ২ জনের মৃত্যু

0
326

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় আফরোজা খাতুন (১৯) নামে এক নব-বধূসহ ২ জনের মৃত্যু হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র খোরশেদ আলম (৩৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। যুবক খোরশেদ আলম দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এদিকে, শনিবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট গ্রামের সামিউল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন নামে নব-বধূকে শাসরোধে হত্যার পর শয়ন ঘরের ধর্ণার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে স্বামী সামিউল ইসলাম, শ্বশুড় আব্দুস সামাদসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। নব-বধূ আফরোজার পিতা একই উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের আতোয়ার রহমান জানান, ৪ মাস আগে সামিউলের সঙ্গে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাইয়ের পরিবার মিলে তার মেয়ে আফরোজাকে নির্যাতন করত। এরই এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় জামাই তাকে মোবাইল ফোনে এ বলে খবর দেয় যে, ‘তার মেয়ে অসুস্থ্ হয়েছে’। পরে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান আতোয়ার। ঘটনার পর থেকে জামাইসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here