দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

0
143

খবর৭১;রেকর্ড দামের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় প্রায় দুই হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুসের স্ট্যান্ডি কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিং সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, প্রতিভরি ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ১৬১ টাকা। যা এর আগে ৯৯ হাজার ১৪৪ টাকায় পৌঁছে গিয়েছিল। সে হিসেবে ভরিতে কমেছে এক হাজার ৯৮৩ টাকা।

গত ১ এপ্রিল সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে দুই হাজার ৭২৮ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করে বাজুস। এটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here