মদনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ; নারীসহ আহত- ৩০

0
104

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সকালে উপজেলার গঙ্গানগর ঈদগাহ মাঠের পাশে পরশখিলা গ্রামের লোকজনের সাথে গঙ্গানগর গ্রামের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহত কাদির মিয়া (৩৫) ও বজলু মিয়া (৫০) এর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ইকবাল হোসেন, আসমা আক্তার, আবু সাঈদ, ওবায়দুল হক, আলী হোসেন, রইছ উদ্দিন, রুমা আক্তার, রাসেল মিয়া, কামাল, শাহ আলম, আজিজুল, বকুল, ডেজু আক্তার, সাফায়েত উল্লাহ, সজীব, আক্কাস আলী, আবুল কাশেমকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাকী আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রাখা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গানগর বাজারের ঈদগাহ মাঠের পাশে একটি জমি নিয়ে পরশখিলা ও গঙ্গানগর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। এরই জেরে সোমবার সকালে পরশখিলা গ্রামের জামাল মেম্বারের লোকজনের সাথে গঙ্গানগর গ্রামের এমরানের লোকজনের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here