সৈয়দপুরে নবজাতকের মৃত্যু ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা

0
139

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) থেকে
সৈয়দপুরে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তার দম্পতির বিরুদ্ধে গতকাল বুধবার সৈয়দপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ডাক্তার দম্পতির নাম হলো ডা. নুরুন নাহার নার্গিস ও ডা. মিজানুর রহমান। তারা বেসরকারী
সংস্থা পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে ওই প্রসূতির অস্ত্রপচার করেন। এতে প্রসুতি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু জন্মের একদিন পর ওই শিশুর মৃত্যু হয়। নবজাতকের বাবা মো. রওশন সরকার বাদী হয়ে দম্পতির বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। থানায় দেয়া মামলায় বলা হয়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মাষ্টারপাড়ার আজিজুল হকের ছেলে রওশন সরকার রাজু। গত সোমবার তাঁর স্ত্রী চাঁদনী আক্তারের প্রসব বেদনা শুরু হলে তাকে সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে আসা হয়। ওই
প্রসূতিকে পরীক্ষা-নিরীক্ষা করে সিজারের পরামর্শ দেন। ওই দিনই বিকেলে চিকিৎসক নার্গিস আক্তার ও তাঁর স্বামী চিকিৎসক মিজানুর রহমানের
সহযোগিতায় প্রসূতি চাঁদনী আক্তারের সিজার করেন। অস্ত্রপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। রাতে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে ক্লিনিকের চিকিৎসক নবজাতকের পরিবারকে দ্রুত রংপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ সময় নবজাতকের পরিবারের লোকজন দেখেন নবজাতকের নাড়ি ভূড়ি বের হয়ে আছে। এ অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই নবজাতকসহ প্রসূতিকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে পরীক্ষা-নিরীক্ষা করে ফেরত পাঠালে পুনরায় সূর্যের হাসি ক্লিনিকে চলে আসেন তারা। এরপর ওই দিন রাত ১১টার দিকে আবার প্রসূতি ও নবজাতককে সৈয়দপুর সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি করানো হয়। কিন্তু ক্লিনিকে ভর্তি হওয়ার পর চিকিৎসক নবজাতককে কোন রকম চিকিৎসা দেননি বলে মামলায় বলা হয়। এ অবস্থায় পরদিন সন্ধ্যায় সূর্যের হাসি ক্লিনিকে নবজাতকের মৃত্যু ঘটে। নবজাতকের মৃত্যুর সংবাদ মূহুর্তে গোটা শহরের চাউর হয়ে পড়ে। এতে প্রসূতির পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা ক্লিনিক ঘেরাও করে। খবর পেয়ে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম দ্রæত ওই ক্লিনিকে পৌঁছে নবজাতকের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ওই রাতেই এ ঘটনায় নবজাতকের বাবা নিজে বাদী হয়ে সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসক ডা. নার্গিস আক্তার এবং ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চিকিৎসক দম্পতি ডা. নার্গিস আক্তার ও ডা. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল হক এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নবজাতকের লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় চিকিৎসকদের সূত্র জানায়, জন্মগত ত্রুটির কারণে পেটের সামনের অংশ পূর্ণাঙ্গভাবে তৈরী না হওয়ায় গ্যাস্ট্রোকেসিস রোগে ওই শিশুটি আক্রান্ত হতে পারে। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা বলেন, এ ঘটনায় নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের নির্দেশে একটি তদন্ত টিম গঠনের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here