এবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন নায়িকা বুবলী

0
116

খবর৭১: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত রাজধানী ঢাকার বঙ্গবাজারের ৮টি মার্কেটের অন্তত ৫ হাজার দোকান। এতে ক্ষতি হয়েছে অন্তত ১ হাজার কোটি টাকা। নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার ব্যবসায়ী। জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের পর এবার তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে নিঃস্ব ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তারকারা।

বুধবার বুবলী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।’

একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ জানায়, বঙ্গবাজারে ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তারা নগদ ১ কোটি টাকা তুলে দিতে চায়। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here