সহস্রাধিক রিক্সাভ্যান-অটোরিক্সায় রংপুরের মহাসমাবেশে যোগ দিলেন সৈয়দপুরের বিএনপির নেতা-কর্মীরা

0
169

মিজানুর রহমান মিলন, রংপর:
রংপুরের কালেক্টরেক্ট মাঠে বিএনপির রংপুর বিভাগীয় গনসমাবেশে যোগ দিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। গণপরিবহণ বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে সহস্রাধিক ব্যাটারিচালিত রিকশাভ্যান ও অটোরিক্সার বহর নিয়ে দলের নেতাকর্মীরা গতকাল দুপরে সমাবেশস্থলে আসেন। রিক্সাভ্যান ও অটোরিক্সার বহরে অংশ নেয় বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবিদল, তাতীদল, শ্রমিকদল, মহিলাদল, জাসাসসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারিচালিত রিক্সাভ্যানগুলো। সৈয়দপুর থেকে ৪০ কিলোমিটার দুরে রংপুরের সমাবেশস্থলে পৌছায় বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর বলেন, সমাবেশকে কেন্দ্র করে রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে সড়কে গণপরিবহন চলাচল না করায় রিক্সাভ্যান ও অটোরিক্সায় আমরা রংপুরে এসেছি। সৈয়দপুর শহর বিএনপির আহবায়ক শেখ বাবলু ও সদস্য সচিব পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু বলেন, সমাবেশকে কেন্দ্র করে পরিবহন মালিক সমিতি অহেতুক ধর্মঘট ডাকায় শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাহনে রংপুরে আসেন আমাদের নেতাকর্মীরা। তারা বলেন কোন বাধাই আমাদের গণতান্ত্রিক এ আন্দোলন দমাতে পারবেনা। গতকাল দুপুরে রংপুর শহরের কাচারিবাজার এলাকায় কথা হয় সমাবেশে আসা সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক ও সাধারন সম্পাদক তারিক আজিজের সাথে। তারা জানান, বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিক্সাভ্যান ও অটোরিক্সায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল নেতা কামরান আহমেদ বলেন গনসমাবেশ সফল করতে আমাদের নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে রংপুরে এসেছেন। রাতে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সকালেই আমরা সমাবেশে যোগ দিয়েছি। গতকাল শনিবার রংপুর শহরে দেখা গেছে, পরিবহন মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডাকলেও সমাবেশে আসতে মানুষজনকে আটকাতে পারেনি কোন অশুভ শক্তি। সব বাধা উপেক্ষা করে সমাবেশে এসেছে রংপুর বিভাগের ৮ জেলার হাজার হাজার মানুষ। রংপুরের কালেক্টরেক্ট মাঠসহ গোটা শহর সমাবেশের নগরীতে পরিণত হয়। গণসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এদিকে, গত শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়। সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে আবার চালু হয় সকল প্রকার যানবাহন চলাচল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here