ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

0
148

খবর৭১ঃ ফিলিপাইনে সোমবার সকালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন পড়ে। খবর রয়টার্সের।

কোভিড-১৯ মহামারির কারণে নেওয়া সতর্কাবস্থার কারণে বেশি সময় লাগবে বলে এবার আগেভাগেই ভোট গ্রহণ শুরু করা হয়েছে।

সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হবে এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই বেসরকারি ফলাফল আসতে শুরু করবে।

এ নির্বাচনের মধ্যে দিয়ে ৩৬ বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো মার্কোস পরিবারের আবার ফিলিপাইনের শাসন ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, যা একসময় অচিন্তনীয় ছিলে বলে।

দেশটির সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এ নির্বাচনে জিতবেন বলে বিভিন্ন জরিপ থেকে ধারণা পাওয়া গেছে।

ভোটে মার্কোস জুনিয়রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন লেনি রেব্রেদো, ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here