ফুলবাড়ীয়ায় আবারও গরু চুরি

0
401

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়িয়া উপজেলার রাবার বনের ভিতরে এক সপ্তাহের ব্যবধানে ২বার ডাকাতি ও গরু চুরি সংগঠিত হওয়ায় ঘটনাস্থল পরির্দশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য মৌ। উপজেলার একমাত্র পর্যটন এলাকা হিসেবে পরিচিত সন্তোষপুর রাবার বাগান। সপ্তাহখানের ব্যবধানে এখানে সংঘটিত হচ্ছে একের পর এক চুরি-ডাকাতি। যার ফলে পর্যটক ও গ্রামের
মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
গত রবিবার ভোর রাতে মুখোশদারী একটি ডাকাতদল রাবার বনের ভেতর সড়কে গাছ ফেলে অবরোধ করে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ আতংক না কাটতেই গতকাল সোমবার গভীর রাতে সন্তোষপুর রাবার বন এলাকার জিগাতলা থেকে এক কৃষকের
গোয়ালঘর থেকে একটি গাভীসহ ও দুটি গরু চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, সন্তোষপুর রাবার বনের সীমান্তবর্তী জিগাতলার কৃষক ইনছান আলীর গোয়ালঘর থেকে সোমবার (৭ মার্চ) রাতে চোরেরা একটি গাভী ও একটি ষাড় চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে বলে কৃষক জানান। স্থানীয় ফলচাষী আইয়ুব আলী জানান, একই গ্রামের রাবার বাগান সড়কে গাছ ফেলে এক সপ্তাহে দুটি ডাকাতির ঘটনার পর গরু চুরিকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে। তিনি বলেন সন্তোষপুর বন এলাকায় উঠতি বয়সের যুবকদের মাদক সেবন আড্ডা বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতির কারন বলে আমি মনে করি। থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। এলাকায় পুলিশ টহল বাড়ানোর পরও চুরির ঘটনায় বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ডাকাতির ঘটনায় গতকাল সোমবার দুপুরে থানা পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য মৌ। এসময় তিনি রাবার বাগান এলাকায় কয়েকটি সিসি ক্যামেরা বসানো, পুলিশ টহল বাড়ানোর নির্দেশসহ গ্রামবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here