খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

0
132

খবর৭১ঃ দরজা খুলল শ্রেণিকক্ষের। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই ক্লাসে ফিরতে পারছে। এছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ মার্চ।

এর আগে ১৭ ফেব্রুযারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। ওইদিন মন্ত্রী বলেছিলেন, ‘২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিকের বিষয়ে স্বিদ্ধান্ত নেওয়া হবে আরও দুই সপ্তাহ পরে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মানতে হবে স্বাস্থ্যবিধি। দীপু মনি বলেন, ‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্ভব হয়েছে, তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হবেন। অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নেবে শিক্ষার্থীরা।’

মাধ্যমিক স্তরের এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রথম ডোজ টিকা প্রায় সবাই পেয়ে গেছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন।

প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনতে না পারার বিষয়ে দীপু মনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা যায়নি। তবে এরই মধ্যে ১২ এর কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।’

এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here