চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যের মাঝে দেয়া হলো টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা

0
185

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের ১৮ জন সদস্যের মাঝে দেয়া হয়েছে টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন অডিটোরিয়ামে বডি ওর্ন ক্যামেরা’ ও ‘টেকটিক্যাল বেল্ট’ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। উন্নত দেশের পুলিশের মতো এই বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মধ্যে দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আর এক ধাপ এগিয়ে গেল। এর ফলস্বরূপ পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। সেই সাথে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে । বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করা থাকে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ এর সুফল পাবে।

প্রথম পর্যায়ে কনস্টেবল, এ এস আই, এস আই, ট্রাফিক সার্জেন্টসহ ১৮ জন পুলিশ সদস্যদের মাঝে ‘বডি ওর্ন ক্যামেরা’ ও ‘টেকটিক্যাল বেল্ট’ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here