অরুণাচলে চীনের দ্বিতীয় ছিটমহল বানানোর চিত্র ধরা পড়ল স্যাটেলাইটে

0
257

খবর৭১ঃ ভারতের অরুণাচল প্রদেশে চীন অন্তত ৬০টি পাকা বাড়ি বানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি এই খবর জানায়।

এনডিটিভির হাতে আসা স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, অরুণাচল প্রদেশে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের গায়েই ৬০টি পাকা ভবন নির্মাণ করেছে চীন। ভারতের সীমান্তের মধ্যে প্রায় ৬ কিলোমিটারের মধ্যে রয়েছে সেই ভবনগুলো।

এ ব্যাপারে এনডিটিভি প্রশ্ন করা হলে ভারতীয় সেনাবাহিনী জানায়, ওই ভবনগুলো চীনের ভূখণ্ডে অবস্থিত।

তবে এ ব্যাপারে চীনের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে , সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদন বলা হয়েছে, অরুণাচল প্রদেশের চীনের এলাকায় রেললাইন পাতার পরিকল্পনা করেছে জিনপিং সরকার।

প্রসঙ্গত, সম্প্রতি এ নিয়ে অরুণাচলে দ্বিতীয়বারের মতো চীনা স্থাপনা নির্মাণের খবর পাওয়া গেল। কয়েকদিন আগেই স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের বরাত দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্টে বলা হয়েছিল অরুণাচল সীমান্তে একটি আস্ত গ্রাম বানিয়েছে চীন। ভারতের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছিলেন চীনের ওই গ্রামে কোনো বেসামরিক মানুষ থাকেন না, সেটি আসলে চীনের স্থায়ী সেনাশিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here