ছাতকে শিশু ছাত্রদের নির্যাতনকারী মাদ্রাসা সুপার আব্দুল মকিত গ্রেফতার

0
276

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মাদ্রাসা ছাত্রদের নির্যাতনকারী শিক্ষক আব্দুল মুকিত(৪০) কে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করে পুলিশ। আবুল মুকিত উপজেলার কালরুকা ইউনিয়নের রামপুর হাজী ইউসুফ আলী এতিমখানা ও হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল গনির পুত্র। এ ঘটনায় ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আব্দুল মুকিতের বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। সম্প্রতি হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ছাত্র আবু তাহের(০৯), রবিউল ইসলাম নিলয়(১০) ও কাজী শফিউর রহমান(১১) নামের তিন ছাত্রকে শারীরীক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে ওই তিন ছাত্রকে মাদ্রাসা সুপার আব্দুল মুকিত বেধড়ক পিটাচ্ছেন। এসময় ছাত্ররা আত্মচিৎকার করে আর এসব করবে না বলে আকুতি-মিনতি করলেও তাদের রেহাই দেয়নি ওই শিক্ষক। মাদ্রাসার আরো তিন শিক্ষকের সামনেই অমানুষিকভাবে নির্যাতক করা হয়েছিল ছাত্রদের। ঘটনাটি ঘটেছে ২০২০ সালের ২১ ডিসেম্বর। ওই সময় মাদ্রাসা শিক্ষক মিসবাহ উদ্দিন তার ব্যবহৃত মোবাইল দিয়ে ছাত্র নির্যাতনের ভিডিওটি ধারন করেছিলেন। জানা যায়, সম্প্রতি মাদ্রাসা সুপার আবুল মুকিতের সাথে শিক্ষক মিসবাহ উদ্দিনের বিভিন্ন বিষয়ে বিরোধের কারনে প্রায় এক বছর আগে ধারনকৃত ছাত্র নির্যাতনের ভিডিও তিনি ফেইসবুকে আপলোড করেন। একই সাথে এতিম শিশুদের এমন নির্যাতনের হাত থেকে রক্ষা করার একটি পোষ্ট দেন তিনি। ওই আপলোডকৃত ভিডিও মুহুর্তের মধ্যে ফেইসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বুধবার সকালে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাগে আটক করেন। এদিকে এ ঘটনায় অভিযক্তি মাদ্রাসা সুপার আব্দুল মুকিত ও ভিডিও ধারন এবং ফেইসবুকে আপলোডকারী শিক্ষককে চাকুরীচ্যুত মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে বলে সংশিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিশয়টি মিশ্চিত করেছেন। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here