বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৮ জনকে জরিমানা

0
220

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৬টি মামলায় ৬৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৫৫ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও উপজেলা ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এর আগে লকডাউনের প্র্রথম দুই দিনে ১৩৫ জনকে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য বিধি না মানায় জরিমানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও মাস্ক বিতরণ ও করছে জেলা প্রশাসন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু, শনাক্ত ৯৩:

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত তিন জনের মৃত্যও হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ৯৩। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৬৫১ জনে। মোট মৃত্যু হয়েছে ১১৮ জনের। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৮২০ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ রয়েছেন ৬২৩ জন। সোমবার (২৬ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৪ জন, কচুয়ায় ৩, চিতলমারী ৪, ফকিরহাটে ৭, মোল্লাহাটে ১, রামপালে ৪, মোংলায় ৫, মোরেলগঞ্জে ৮ এবং শরণখোলা উপজেলায় ১৭ জন রয়েছে। মৃতদের মধ্যে শরণখোলায় ২জন এবং মোল্লাহাটে একজন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে তিন জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। আমরা চেষ্টা করছি মানুষকে স্বাস্থ্য বেধে মান্য করাতে এবং ঘরে থাকতে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণের হার কমবে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here