বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
215

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ইয়াবাসহ মেহেদী হাসান মুরাদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) দুপুরে রায়েন্দা খাদ্য গুদাম এলাকা থেকে শরণখোলা থানা পুলিশ মেহেদীকে আট করে। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক মেহেদী হাসান মুরাদ শরণখোলা উপজেলার ফারুক হোসেন তালুকদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেহেদী হাসান মুরাদ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। এসময় এসআই আমির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মেহেদী হাসান মুরাদকে আটক করে। মুরাদকে তল্যাসী চালিয়ে ৭০পিস ইয়াবা উদ্ধার করে। মেহেদী হাসান মুরাদ দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here