নড়াইলের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

0
394

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে,আহতদেরকে কালিয়া হাসপাতালে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতি থানার পেচিডুমুরিয়া গ্রামে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা।

স্থানীয়রা জানান, উপজেলার ওই গ্রামটিতে সুলতান শেখ গ্রুপ ও বোরহান শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল।তারই জের ধরে বেলা ১১ ঘটিকার সময় বোরহান গ্রুপের সমর্থক”রা সুলতান গ্রুপের সমর্থকদের উপর হঠাৎ করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রায় ১ ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের পেচিডুমুরিয়া গ্রামের হান্নান শেখ (৬৫), হাবিব শেখ (১৯), রাব্বিল মোল্যা (২৭), মশিয়ার মোল্যা (৫০), কদর শেখ (৩৫), রকিব শেখ (২৬), বিপুল শেখ (৩৫), তাহাজ্জেদ শেখ (২০), বোরহান শেখ (৩০), মিঠু শেখ (৪০), রইস শেখ (২৫) ও ইসলাম শেখ (৩৮) আহত হন। রোববার (১৬ মে) সকালে আহতদেরকে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে,পরে গুরুতর আহত হান্নান শেখসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুখসানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরীক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here