বাবার কাজ নাই টাকাও নাই,ক্ষুধা মানে না লকডাউন

0
345

কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে সর্বনাশা তিস্তা নদীকবলিত। সরকার ঘোষিত লকডাউনের ফলে বিপাকে পড়েছে দৈনিক আয়ের ওপর যাদের চলে সংসার। এ বয়সে যার এখন খেলা-ধুলা করার কথা কিন্তু সে বয়সে বাজারে বিক্রি করছে ভুট্টার পাতা।

সারাদেশে চলছে লকডাউন,সরকারের এ নির্দেশ কে হাতীবান্ধায় বাস্তবায়ন করতে প্রশাসন ভ্রামমান আদালত পরিচালনা সহ জরিমানা আদায় অভিযান অব্যাহত রাখলেও প্রায় ৫০% ভাগ মানুষ মানছে না স্বাস্থ্য বিধি। ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত হলেও বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিম্ন আয়ের লোকজন। লকডাউনে এখন শ্রমবিক্রি করতে না পাওয়ায় দিনমজুর শ্রেণির লোকজন পরিবারের সবাই মিলে ভুট্টা গাছের পাতা তুলে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। দামে কম হওয়ায় অনেকেই গো-খাদ্য হিসেবে ভূট্টা’র পাতা কিনছেন। এতে একদিকে নিম্ন আয়ের লোকজনের আয় হচ্ছে, অন্যদিকে খামারিরা কম দামে পশুর খাদ্য কিনতে পারছেন।
জানাগেছে,উপজেলার ঘুন্টিবাজার,পারুলিয়া বাজার ও ভোটমারী সহ বিভিন্ন স্থানে প্রতিদিন বিকেল বিক্রি হচ্ছে ভুট্টার পাতা। সরেজমিন ঘুরে,সোমবার ভোটমারী বাজারে দেখাগেছে,বাবার সাথে ভুট্টার গাছের পাতা বিক্রি করছে ৩য় শ্রেণীর এক ছাত্র সজীব। ভুট্টার পাতা বিক্রি করতে আসা ছাত্র সজীব বলে, আমি ভোটমারী স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ি, বাবার কাজ নাই,টাকাও নাই।স্কুল বন্ধ থাকায় বাবা-মা সহ সারাদিন ভূট্টা গাছের পাতা তুলে বিকালে বাজারে বিক্রি করছি।
অপর এক ছাত্র রিফাত। সে ভোটমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীতে লেখাপড়া করে। তার বাবার নাম মতিয়ার রহমান,পেশায় দিনমজুর। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের চরএলাকায় বাড়ী। এই বয়সে ভুট্টার পাতা বিক্রি করার বিষয়ে রিফাত এর কাছে জানতে চাইলে সে বলে, লকডাউনের কারনে বাবা-মা শ্রমবিক্রি করতে না পাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তাই বাবা সহ ভূট্টা গাছের পাতা তুলে বাজারে বিক্রি করছি। প্রতিদিন ২ শত থেকে ৩শত টাকা বিক্রি হয়। মতিয়ার রহমান বলেন, পেটের ক্ষুধা মানে না লকডাউন,তাই ছোট ছেলেকে সাথে নিয়ে ভূট্টা গাছের পাতা তুলে বিকালে বাজারে বিক্রি করছি। এ দিয়ে কোনো রকম সংসার চলছে।
উপস্থিত অনেকে বলেন, লকডাউনের কারনে বাবা-মা শ্রমবিক্রি করতে না পাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তাই বাজারে রিফাত,সজিব এর মত অনেক শিশু বাবা-মায়ের সাথে ভুট্টার পাতা বিক্রি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here