সৈয়দপুরে এক শ’ কর্মহীন দুস্থ ও শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0
217

সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা ’৮৬ এর উদ্যোগে চলমাল করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া এক শ’ শ্রমজীবী ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে সংগঠনের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় শহরের সাহেবপাড়াস্থ সামশুল হক মেমোরিয়াল একাডেমি চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যাশা ’ ৮৬ সামাজিক সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল আউয়াল উপস্থিত থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ এম. এ. মুবিন সরকার, মমতাজ মিন্টু, সাধারণ সম্পাদক শেখ মো. শহীদুল হক, অর্থ সম্পাদক মো. নাসিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মীরু, কার্যকরী সদস্য মোরশেদুল ইসলাম মোর্শেদ, নিরঞ্জন চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন এক শ’ শ্রমজীবী ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, চিনি, ডাল ও ছোলা। (ছবি আছে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here