‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা স্থগিত

0
246

খবর৭১ঃ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা স্থগিতের নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে এ নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, এখনো কোভিড-১৯ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় দেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত কোনও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ এর কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিযুক্ত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ এবং ‘এ’ লেভেল এর পরীক্ষাগুলো গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here