মোহনগঞ্জে “ভাষা সৈনিক আব্দুল মমিন পাঠাগার” এর শুভ উদ্বোধন

0
202
মোহনগঞ্জে

আব্দুল আওয়ালঃ যুব সমাজকে শিক্ষার আলোয় বিকশিত করার লক্ষে ভাটি বাংলার রাখাল রাজা ৫২’র ভাষা সৈনিক আব্দুল মমিনের স্মৃতির স্মরণার্থে নেত্রকোনার মোহনগঞ্জে “ভাষা সৈনিক আব্দুল মমিন পাঠাগার” শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধায় মাননীয় সাংসদ জনাব রেবেকা মমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার থানা রোডে আব্দুল মমিন স্মৃতি পরিষদ প্রাঙ্গণে পাঠাগারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ভাষা সৈনিক আব্দুল মমিন পাঠাগারের সভাপতি বাবু অমল চন্দ্র সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদ ইকবাল, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসাদ জনাব রেবেকা মমিন বলেন, ভাষার মাসে আমার স্বামী প্রয়াত জননেতা ৫২’র ভাষা সৈনিক মরহুম আব্দুল মমিনের স্মৃতির স্মরণে এমন একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্যে আয়োজকদের আমি ও আমার পরিবারের পক্ষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করি এই পাঠাগার আমাদের যুব সমাজকে ভাষার সঠিক ব্যবহার ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসকে জানতে আগ্রহী করবে।
সভাশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা পাঠাগারের সদস্যদের মাঝে বই ও সদস্য কার্ড বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here