যশোরের শার্শা’য় প্রধানমন্ত্রীর ঘর পেলো ছিন্নমূল ৫০ পরিবার

0
316
যশোরের শার্শা’য় প্রধানমন্ত্রীর ঘর পেলো ছিন্নমূল ৫০ পরিবার

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা’য় প্রধানমন্ত্রীর ঘর পেলো ছিন্নমূল ৫০ পরিবার। দেশের ৬৬১৮৯টি নতুন ঘরের সাথে একযোগে আলো জ¦লছে শার্শা’র ৫০ ঘরে। শনিবার বেলা ১০ টা ৪৮ মিনিটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসকল নতুন ঘরের উদ্বোধন করেন। পরে, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা সুবিধাভোগিদের হাতে হস্তান্তর করেন ঘরের চাবি।

শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, দুঃখ, দুর্দশা আর অভাব কষ্টের মধ্যে যাদের জীবন ছিলো অমানিশার অন্ধকারে নিমজ্জিত, সেখানে সারাদেশের ৬৬১৮৯টি ভাসমান পরিবারের সাথে শার্শার ৫০টি পরিবারে পূর্ণিমার চাঁদ হয়ে আলো জে¦লেদিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডোলের সভাপতিত্বে ও সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর “ঘর” উপহার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু আরো বলেন, বাবা দিয়েছেন দেশ আর কণ্যা দিলেন ঠিকানা, এমন নজীর বিশে^ বিরল। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিব কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। এখন তার বাস্তবতা দেখতে পাচ্ছি। তিনি সারা বাংলাদেশের ৪৯২টি উপজেলায় নিরিক্ষা চালিয়ে ৮ লক্ষ ৮৫ হাজার ৬২২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা পেয়েছেন। শনিবার(২৩ জানুয়ারি) ৬৬ হাজার ১৮৯ টি “ঘর” তিনি সুযোগ সুবিধাভোগীদের মাঝে তুলে দিলেন। পর্যায়ক্রমে একটি মানুষও গৃহহীন থাকবেনা বলে জানান তিনি।

পরে, শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, কৃষি কর্মকর্তা সৌতম কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সমবায় কর্মকর্তা আক্কাস আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, আইটি কর্মকর্তা আহসান হাবীবসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ্ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুবিধাভোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here