এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

0
50

গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়। দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here