৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে টিকাদান কর্মসূচি

0
225
৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে টিকাদান কর্মসূচি

খবর৭১ঃ ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর আজিমপুরে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগেও আমরা তেমনি সফল হবে। করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার দেয় ভারত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here