শনাক্তের হার কমে ৪ শতাংশের কাছে

0
233
করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬৯ জন। পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার কমে ৪.২৩ শতাংশে নেমেছে। এর আগে চলতি মাসের ১২ তারিখ শনাক্তের হার গত ৯ মাসের মধ্যে ৫ শতাংশে নামে। আর ১৪ জানুয়ারি আরও কমে হয় ৪.৯০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মোট ৭ হাজার ৯০৬ জনের মৃত্যু হলো।

রবিবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৫৬৯জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। মৃতদের মধ্যে ২২ জনই পঞ্চাশোর্ধ্ব। আর একজন ৪১-৫০ বছরের মধ্যে।

এ পর্যন্ত শনাক্তের হার ১৫.২৬ শতাংশ, সুস্থতার হার ৮৯.৭৫ ও মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় সে বছরের ২০ ডিসেম্বর। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here