নতুন বই হাতে নিয়ে ঘ্রাণ নেওয়ার কি যে মধুর আনন্দ, তা কেবল শিশুদের কোমল মুখে ফুটে ওঠে

0
435
নতুন বই হাতে নিয়ে ঘ্রাণ নেওয়ার কি যে মধুর আনন্দ, তা কেবল শিশুদের কোমল মুখে ফুটে ওঠে।

হাবিবুর রহমান নাসির ছাতক:
নতুন বই হাতে নিয়ে ঘ্রাণ নেওয়ার কি যে মধুর আনন্দ, তা কেবল শিশুদের কোমল মুখে ফুটে ওঠে।

শনিবার লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের মধ্য দিয়ে তেমনী দৃশ্যের অবতারণা ঘটে। এদিন সকাল সাড়ে ১০ বিদ্যালয়ে শিক্ষক,পরিচালনা পরিষদ, অভিভাবক, শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে বই, পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে,সহকারী শিক্ষক মো: মিজানুর রহমানের পরিচালনায়, অনুষ্টানে অভিমত ব্যক্ত করেন, হাজী আব্দুর রহিম,হাজী কলমদর আলী,সুন্দর আলী,আব্দুল মজিদ,আব্দুন নুর ফয়ছল,ইয়াছিন আলী, রফিক উদ্দিন লিটন,শামছুজ্জামান শামীম,ওয়ারিছ আলী,উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রাশেদা আক্তার, মাও: আবুল ফয়েজ, আব্দুল বারী চৌ:।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here