ফ্রান্সেও নতুন ভাইরাসের হানা

0
272
ফ্রান্সেও নতুন ভাইরাসের হানা

খবর৭১ঃ
ফ্রান্সেও এবার শনাক্ত হয়েছে নতুন ধরণের করোনা ভাইরাসের রোগী। গত ২১ ডিসেম্বর লন্ডন ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে পরীক্ষা করা হলে তিনি যে নতুন ধরণের করোনা ভাইরাসে আক্রান্ত তা নিশ্চিত হয়।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্ত হওয়া ওই ব্যক্তি ফরাসি নাগরিক মধ্য ট্যুরসের বাসিন্দা যিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন।

দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওই ব্যক্তি উপসর্গহীন, এবং বর্তমানে বাড়িতে সেলফ-আইসোলেসনে আছেন।

এছাড়া ওই ব্যক্তি সুস্থ আছেন বলে দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

গত সপ্তাহে দেশজুড়ে জারি করা লকডাউন শিথিল করে ফ্রান্স। তবে দেশটির সরকার জানিয়েছে, এখনো সংক্রমণের হার কমেনি।

ব্রিটেনে প্রথম নতুন ধরণের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে ৪০ টির বেশি দেশ চলাচলা নিষিদ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here