ক্যান্সারে আক্রান্ত ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের

0
306
ক্যান্সারে আক্রান্ত ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের

খবর৭১ঃ

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত কালজয়ী ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের অন্যতম চরিত্র ‘বদি’খ্যাত অভিনেতা আব্দুল কাদের ।

দীর্ঘদিন ধরে জটিল অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী।

বর্তমানে গুরুতর অবস্থায় ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী অভিনেতা।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

একই তথ্য নিশ্চিত করে গত ১৫ ডিসেম্বর আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা ফেসবুকে স্ট্যাটাস দেন।

লুবাবা লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। সে যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে।’

এ বিষয়ে আহসান হাবীব নাসিম বলেন, আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। গত ৮ ডিসেম্বর এই অভিনেতাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুরে নেয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় সেখানে যেতে না পারায় তাকে চেন্নাইয়ে নেয়া হয়েছে। সবার কাছে উনার জন্য দোয়া চাই ।

প্রসঙ্গত আব্দুল কাদের হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে দারুণ প্রশংসিত হন। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। তবে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে দেশব্যাপী আলোড়ন তোলেন এই অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here