উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স!

0
323
উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স!

খবর৭১ঃ ধর্মীয় উগ্রবাদ’ ও ‘বিচ্ছিন্নতাবাদীদের’ ঠেকাতে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফ্রান্স সরকার। ইতোমধ্যে ‘ধর্মীয় উগ্রবাদ’ ছড়ানোর দায়ে ৭৬টি মসজিদকে ‘কালো তালিকাভুক্তি’ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

বৃহস্পতিবার এই ঘোষণা দেন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন। বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বন্ধ করা দেয়া হবে এসকল মসজিদ।’ খবর আল জাজিরা।

মসজিদ ছাড়াও উগ্রবাদে জড়িত থাকার সন্দেহে ৬৬ জন অনিবন্ধিত শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান দারমানিন।

এর আগে গত ২০ অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স।

দেশটির গনমাধ্যম জানিয়েছে, উগ্রবাদ ছড়ানোর দায়ে ইতোমধ্যে ‘মুসলিম দাতব্য বারাকা সিটি’ এবং ‘সংখ্যালঘুদের ওপর ঘৃণাবাদী অপরাধ পর্যবেক্ষণকারী নাগরিক অধিকার গ্রুপ ‘কালেক্টিভ এগেইনেস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স’ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিখ্যাত ম্যাগাজিন সার্লি এবদোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের জেরে ফ্রান্সে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। একজন শিক্ষকসহ এসব হামলায় নিহত হন বেশ কয়েকজন।

হামলার ঘটনাগুলোকে ‘ইসলামী উগ্রবাদ’ হিসেবে আখ্যায়িত করে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গিকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here