মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

0
348
মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

আওয়াল, মদন (নেত্রকোণা): প্রথম ধাপে নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে দাখিলকৃত মনোনয়নের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল লতিফ শেখ। বৃহস্পতিবার যাছাই বাছাইয়ে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পদে ৪৮ প্রার্থীর মধ্যে ৪১ জনের মনোনয়ন পত্র বৈধ এবং সাত জন কাউন্সিলরের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

সাত প্রার্থীই হলফনামায় মামলার তথ্য গোপন করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলো ২নং ওয়ার্ডের মোঃ হক্কু মিয়া, ৩নং ওয়ার্ডের কাইয়ুম মিয়া, জাহাঙ্গীর আলম বাবুল, ৫নং ওয়ার্ডের মোঃ আজিমুল খান, ৮নং ওয়ার্ডের মোঃ শেখ জুয়েল মিয়া, ওয়াছেক মিয়া, ৯নং ওয়ার্ডের মোঃ কিবরিয়া সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল হয়। তবে ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হক্কু মিয়া একক প্রার্থী ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শেখ বলেন, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেয়ায় সাত কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল করা হয়। তবে তারা আপিল করার সুযোগ পাবে। ২নং ওয়ার্ডে একক প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় আপিলে ব্যর্থ হলে ওই ওয়ার্ডে পুণরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র
প্রত্যাহারের সময় রয়েছে। পরদিন প্রতীক বরাদ্দ দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here