গানপাউডার দিয়ে রাজধানীর ৯টি বাসে আগুন

0
347
গানপাউডার দিয়ে রাজধানীর ৯টি বাসে আগুন
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ঢাকা১৮ আসনে ভোট গ্রহণের দিন রাজধানীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মালিক নেতারা

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ২০১৪১৫ সালের মতোই এবারও পরিকল্পিতভাবে বাসের পেছনের সিটে আগুন দেয়া হয়েছে। গানপাউডার দেয়ায় মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে একইভাবে ৯টি বাস ভস্মীভূত হয়েছে। ঘটনায় গণপরিবহনের নিরাপত্তা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি

উল্লেখ্যরাজধানীতে চার ঘণ্টায় নয় বাসে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঢাকা১৮ আসনের উপনির্বাচন চলাকালে পৃথক নয় স্থানে এমন ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা বাসগুলোয় আগুন দেয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নির্বাচনের দিন এতগুলো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যের জন্ম দিয়েছে। একইসঙ্গে জনমনে আতঙ্কও তৈরি করেছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে শহরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতেও নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here