ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাতকে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন

0
348
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাতকে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন

হাবিবুর রহমান নাসির ছাতক :
সিলেট- নোয়াখালীসহ দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ছাতকে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছাতকের ঐতিহ্য, ছাতক সভ্যতা, বিডি ক্লিন, সাহিত্য ফেয়ার, বৃন্দাবন গ্রুপ, স্বেচ্ছাসেবক ও আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মৃদুল দাস, রাফি মিয়া, মাহফুজুর রহমান তুহিন, আদনান কাওসার রাজ্জাক, আলী আজগর, সুজন আহমদ, রাহেল আহমদ, সুজন আহমদ জিসান, নয়ন দাস অপু, জহিরুল ইসলাম জাফর, জিয়াদুল হক পাপ্পু, অভি আম্বিয়া, মাহমুদ মান্না, আলী আজগর সোহাগ, মান্নান আহমেদ শুভ, মাহিদ আহমদ, শ্রাবন দে, সৈকত দাস, ইমন আহমদ, মুমিনা বেগম, সায়মন আহমদ, বর্ণালী দে, লিপন পাল, পাবেল অভি প্রমুখ। এসময় সোহাগ আহমদ, ইয়ামান চৌধুরী, তুলি তরফদার, হুমায়রা রাত্রী, পরমিতা চৈত্রী, কার্জন ইসলাম, এমএইচ শান্ত, মোবারক খান, নয়ন দাস, শাহরিয়ার অভি, শাকিল আহমদ, হুসাম উদ্দিন, শাওন আহমদ, সাদিক আহমদ, জুবায়েদ আহমদ, শরীফ হোসেন, রবিউল ইসলাম রুবেল, নাহিয়ান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here