সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
441
সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের বাইপাস সড়কে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্ট্রির সভাপতি রাবেয়া আলীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্ট্রির সিন্ডিকেট সদস্য ও সৈয়দপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্ট্রির সদস্য যথাক্রমে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান,ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), ট্রাস্টিজের সহ-সভাপতি অধ্যাপক ড.
এবিএম শরিফুজ্জামান শাহ্।

এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রেলওয়ে হাসপাতালেট বিভাগীয় মেডিকেল অফিসার ডা. মো. আনিসুল হক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. সাইদুল ইসলাম প্রমূখ। এছাড়া ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শহরের সুধীজন, শিক্ষানুরাগী,রাজনীতিবিদ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here