না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

0
487
'দগ্ধদের সবার শ্বাসনালি পুড়ে গেছে, কারও অবস্থা ভালো না'ঃ স্বাস্থ্যমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন নজরুল ইসলাম ও শেখ ফরিদ। এ নিয়ে মোট ৩১ জনের মৃত্যু হলো ওই ঘটনায়।

আজ বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরুল ইসলাম ও শেখ ফরিদ।

এর আগে আজ সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বাইতুস সালাত জামে মসজিদে ছয়টি এসির বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে দগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেদিনই মারা যান ১১ জন।

বিস্ফোরণের সময় মসজিদের ভেতরে নামাজরত ছিলেন ৫০ জনের মতো মুসল্লি। তাদের অনেকে আহত হন।

দগ্ধ ৩৭ মুসল্লি সবারই ডিপবার্ন রয়েছে এবং কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here