দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন

0
345
দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

খবর৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত করার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৫ জন। গতকাল মঙ্গলবারও ৩৫ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো। করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৩৫১ জন।

আজ বুধবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১১ হাজার ১৬ জন।

গতকাল দেশে ১ হাজার ৯৫০ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়।

আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৩৪টি। পরীক্ষা হয় ১৫ হাজার ২০৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here